আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে ককটেলে জামায়াত নেতার ছেলে ভাতিজি আহত

রাজশাহীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরনে হাসানুল হক পান্না (১০) ও মোসান্না (৫) নামে দুই শিশু আহত হয়েছে। তারা দুইজন রাজশাহীর জামায়াত নেতা আবদুস সামাদের ছেলে ভাতিজি।

তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে রামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক।

জানা গেছে, আজ দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পান্না মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিহার থানা জামায়াতের আমীর আবদুস সামাদের ছেলে ও শিশু মোসান্না আবদুস সামাদের ভাই আবদুস সবুরের মেয়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শিশু দুইটি তাদের বাড়ির পাশে আম বাগানে খড়কুটোতে আগুন ধরিয়ে আগুনের তাপ নিচ্ছিল। এ সময় আগুনে আরও খরকুটো দেয়ার জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি ককটেলে হাত দেয় তারা। এসময় ককটেল দুইটি বিস্ফোরণ হলে পান্না ও মোসান্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

ককটেল বিস্ফোরণে পান্নার মাথায় ও মোসান্নার দুই পা ও ডান হাতে জখম হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.