আমাদের কথা খুঁজে নিন

   

পেখম



আমাকে নিক্ষেপ করো পৌরাণিক গল্পের অরণ্যে একটি বিন্দুর মতো, শোনো, আর কিছু চাইব না। কোথাও রয়েছে প্রশ্ন প্রহরীর স্খলিত নিদ্রায় সেইসব দেখি আর থমকে থাকি ঘাসের পাখায় তারার ধুলোর মতো,রামধনু, তুমিও নশ্বর! আমি কি পেখম এত বয়ে নিতে পারি মহাকাল যেখানে করুণ ছায়া ছায়াজাল আহা জালখানি ক্রমশ জড়ায় অঙ্গে! এই বোবা বনভূমি জুড়ে আজ কোথা থেকে এত তুলো উড়ে আসে ওগো হেম ওগো রক্তমাখা বীর, ঐ যোনিপুষ্প ঢেকে দিতে আমাকে বলো না আর,শাদা স্তব্ধ পিয়ানোর কাছে আমার কবিতা ফের মূর্চ্ছা যেতে যেতে জেগে ওঠে, তখনও দূরের গদ্য থেকে অপরূপ ফুল্‌কি উঠছে ধ্বসে পড়ছে দেখো ধুলো হচ্ছে ক্রমে লেখার টেবিল---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।