আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার আলপনায় তা পেখম মেলুক: জয়তু ব্লগিং

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কল্পনার আলপনায় পারদর্শী আমরা । যদি ক থাকে কল্পনার আলপনায় তা পেখম মেলতে শুরু করে । সেই পেখম কখনও গিয়ে পৌছায় সদূর কলিকাতায় আবার কারো কানাড অবধি ।

কেননা আলপনা আকতে তো কল্পনা লাগে শুধু আর কিছু লাগে না । কিংবা আর ভালো করে বললে , মনে মনে মনকলা খাওয়ার চেয়ে র্কোমা পোলাও খাওয়াই শ্রেয় । আমাদের গোঁফ না থাকলেও গোঁফ পাকাতে আমরা ওস্তাদ । আগে তো মানুষ গাছে কাঠাল দেখে গোঁফে তা দিত কিন্তু এখন জামানা ভিন্ন । ইন্টারনেটে কাঁঠাল লেখে সার্চ দিয়েই আমরা গোঁফ পাকাতে থাকি ।

এই না হলে ও প্রযুক্তির সদ্ব্যবহার । সেই কল্পবিদ্যার গল্প থাক । সেই গল্পে সকল বাঙালি মাত্রই পারদর্শী । কিছু হোক না হোক বাঙালি মাত্রই জন্মগত সূত্রে একজন কঠোর সমালোচক, একজন জন্মগত কবি, আর এই জামানায় একজন বিশিষ্ট ক্রিকেটার । আজকের পত্রিকার খেলার পাতায় পড়ছিলাম ।

বেচারা আশরাফুলের মূর্খতায় বড় বড় কলাম । এককেজন রিপোর্টারের রির্পোটের বাহাদুরীতে আশরাফুল ধরাশায়ী । বলা বাহুল্য যে আমাদের রির্পোটাররা যদি মাঠে নামেন নিঃসন্দেহে শচীন ব্রাডম্যানরা ইতিহাসের পহারিয়ে যেতেন । কিন্তু এদেশে সুযোগের বড্ড অভাব তাই তারা ক্রিকেটের ব্যাটের বদলে তুলে নিয়েছে কলম । কিংবা তার থেকেও সহজে বোঝা যায় সরদার ফজলুল করিম স্যারের কথায় ... " এদেশে একটাই সমস্যা ।

যার যে কাজ সেই কাজটা ছাড়া সে বাকি সব কাজেই পারদর্শী "... এরকম একটি কথাই বলেছিলেন । পত্রিকার কলাম পড়ে বুঝি আমাদের রাজনীতিবিদরা কত গর্ধব কিংবা রবীন্দ্র নাথ কি ভুল করেছিলেন । টেলি আলোচনার কথোপকথন থকে জানা যায় কি দিয়ে কি করলে কিভাবে কি কি পাওয়া যেত, হোত ইত্যাদি । এখন সেই সব মিডিয়ার সাথে যুক্ত হয়েছে আরকেটি নতুন মাধ্যম । ব্লগ ।

ব। রগ এখন গজিয়ে উঠবে সারা দেশে । আর পত্রিকা-টেলি আলোচনার কঠোর সমালোচনা এবং ফ্রি জ্ঞান নিয়ে হাজির হবো আরো সর্বোজ্ঞ জ্ঞান তাপস আমরা । নো প্রব্লেম..... চলুন চালিয়ে যাই। আর চায়ের কাপে নয় , আড্ডায় গলা ফাটানো নয় , ব্লগ লিখে ফেলুন ।

জয়তু ব্লগ । জয়তু বাংলা ব্লগিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।