আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূর নাচে পেখম তুলে



চিড়িয়াখানায় ময়ূরগুলো পেখম খুলেছে
যেন ফুল ফুটেছে, চাঁদ হেসেছে
দেখতে সবাই ভীড় করেছে।

নাচছে ময়ূর পেখম তুলে
দেখছে ছোটন ক্ষিধে ভুলে।
এদিক ঘোরে সেদিক ঘোরে
নাচছে ময়ূর তালে তালে।

তাই না দেখে খোকা-খুকুর
খুশি দেখে কে ?
খুশির তালে খোকা-খুকু
নাচতে লেগেছে।

২২.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।