আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের সকল গালিবাজ ট্যগ বাজ মাল্টিবাজ ও সিন্ডিকেটবাজদের বলছি

কসম আমার সম্ভ্রম হারানো মায়ের ইজ্জতের স্বাধীনতার পূর্ণ স্বাধ গ্রহন করার জন্য যদি আর একটি মুক্তি যুদ্ধ হয় তবে আমি হব সে যুদ্ধের প্রথম শহীদ !!!

কয়েকদিন আগে একজন সুশীল তার মাল্টি নিক থেকে আমাকে মাল্টি ট্যাগ দিয়েছেন। তারই ট্যাগের কারণে প্রোফাইলে নিজের ছবি দিলাম। শোনে রাখ হে সিন্ডিকেটবাজ , গালিবাজ , ট্যাগবাজ , মাল্টিবাজ সিন্ডিকেটিং করে সাধারণ ব্লগারদের পেছনে লেগে তাদের ট্যাগ দিয়ে গালি দিয়ে অনলাইনে মুই কী হনুরে ভাব নিয়ে চলতে পারবেন কিন্তু কোনদিন মানুষের সম্মান পাবেননা। আপনাদের পক্ষে কোনদিন ফিউশন ফাইভ হওয়া সম্ভব না । সিন্ডিকেট করে তুমি যতগুলো ব্লগারের সাথে অন্যায় করেছ তুমিও একদিন অন্যের মাধ্যমে সে অন্যায়ের শিকার হবে।

আমি কয়েকটা পোস্ট পড়ে জানতে পেরেছি আসিফরে একসময় কেউ কিছু বললে তাকে ব্যান হতে হতো আজকে সে আসিফের কোন অস্থিত্বই নেই ব্লগে। সুতরাং নিজেকে মুই কী হনুরে মনে করোনা। আল্লাহ সীমা লঙ্ঘন কারীকে পছন্দ করেননা। আপনারা কোনদিন ইমন জুবায়ের ভাই হতে পারবেননা যতই ভাড়াঁমি করো মানুষে সারা জীবন তোমাদেরকে ঘৃনাই করে যাবে। সম্মান পাবেনা।

এ পোস্ট পড়ে আমাকে সিন্ডিকেট আক্রমণ গালি ও ট্যাগ দিতে পারেন । কোন সমস্যা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.