আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ, মা আমরা তোমার সন্তান মরছি নির্মমভাবে !!

ভাল মন

অতংকে থাকি!! কখন যেন আমিও পুড়ে মরি। আমরা আম জনতা আমতলী, মহাখালী রেলগেট দিয়েই চলাচল করি। কি যে ভয় কাজ করে মনে। এই তো গতকাল ওয়্যারলেস এ পৌছেছি ঠিক তখনি উপর থেকে ককটেল পড়ে ফাটার শব্দে- মারলাম দৌড় কেউ এদিকে কেউ ওদিকে । দোকানপাট মুহুর্তেই বন্ধ।

যে যেভাবে পারে ছুটে নিরাপদে গেলাম। শুধু আমি না, আপনারা সবাই আতংকে। সরকারি দল ও বিরোধী দল, এরা শুধু দায়ভার চাপিয়ে দিতে ব্যস্ত। দায়ভাল গ্রহণ করলেই কি আর না করলেই কি? আমরা তো পুড়েই ছাই, পরিবারের সদস্যরা সারা জীবনই কাঁদবে। যে কাঁদার শেষ নাই।

কেউ না কেউ, কিছুদিন পর সরকার গঠন করবেই, মাঝখান থেকে আমরা মরছি। কত সস্তা আমাদের জীবন !! কোন বিচার হবেনা হত্যাকারীদের, কেউ বিচার করবে না, করেনা। ০৫ বছর, পর পরই নির্বাচন নামক যুদ্ধে প্রাণ হারাই আমরা, এ যুদ্ধ কি চলতেই থাকবে? আমরা আলো চাই, চাই সুসন্তান, সুশীল সমাজ থেকে শুদ্ধ রাজনীতি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.