তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি,
মন ভরে দেখি তোমার ঘুমন্ত রূপ।
জানালার ভেজানো পর্দার আড়ালে -
চাপা পরা জোছনা ছায়া তোমার মুখে।
তুমি জানো তুমি কত অপরূপ?
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
কপালে মৃদু ঘাম, মুখে স্মিত হাসি।
তুমি স্বপ্ন দেখছ বুঝি।
কী শান্ত। কী স্নিগ্ধ।
গালে কিছু চুল পরে আছে। বাতাসে নড়ছে,
ছুয়ে দিচ্ছে তোমার ঠোট। আরেকটু আসি কাছে ।
কি মিষ্টি গন্ধ তোমার শরীরে। আমি মুগ্ধ।
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
জানালা খুলে দিলাম, মনের আর ঘরের।
জোছনায় প্লাবিত হল ঘর আর তুমি।
তোমাকে এভাবে কখনও দেখি নি।
ভাবিনি কখনও এমন করে।
এত সুন্দর তুমি ? এত স্নিগ্ধ?
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
হঠাৎ ভ্রম হয়, তোমাকে জোছনা ভাবি।
চাঁদের আলোয় তোমায় চাঁদ লাগে যেন।
গলার কাছে ছোট্ট লকেট টা যেন তারা।
ঝিকমিক করে চাদের আলোয়।
নি:শ্ব্বাসে ওঠা নামা করে বুকের পাজড়।
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
আরেকটু কাছে আসি, পাশে শুই।
তাকিয়ে দেখি তোমাকে আরও কাছ থেকে।
তোমার ঊষ্ণ নি:শ্ব্বাস স্পর্শ করে আমায়।
কী দারুণ ঊষ্ণতা। ভ্রম হয় তুমি কাচের ঘর।
খুব সাবধান, স্পর্শ নয়, ভেঙে যাবে তুমি।
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
সরিয়ে দেই চাঁদর, উন্মুক্ত করি তোমার বক্ষ।
অবাক হই এত সুন্দর তুমি? এতটা নিখুত?
জোছনা প্লাবিত তোমার শরীর। স্তব্ধ আমি।
হঠাৎ তুমি চোখ মেলে অবাক, তাকিয়ে আমার চোখে।
তোমার কপালে মৃদু আদরের পর আমি বলি
তুমি ঘুমাও আমি তাকিয়ে থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।