আমাদের কথা খুঁজে নিন

   

দেবী - ২



হয়তো তুমি ভাবছ আমায়, রাখছ হাতে হাত। রঙীন রঙের স্বপ্নে কী বা কাটছে তোমার রাত। হয়তো তোমার আচল খানি ছুইছে আমার মুখ। রঙ বেরঙের প্রজাপতি উড়ছে হয়ে সুখ। হয়তো তোমার পূজার বেদী অর্ঘ্যে আছে ভরে। রঙীন রঙের প্রদীপ বাতি জ্বলছে যে ঘর জুড়ে। হয়তো আমিও ভাবছি তোমায় ছুইছি তোমার হাত রঙ বেরঙের স্বপ্নে বিভোর নির্ঘুম আমার রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।