আমাদের কথা খুঁজে নিন

   

দেবী - ৮



তোমার মাঝে বেধেছে সুর
সুখ বাধনে রঙিন দুপূর।
মনের সুখের ডালি আছে,
সুখের ফুলে ভরে।

প্রাণের শুরু প্রাণের মাঝে,
ভালোবাসার রঙিন সাঁজে।
এমন দিনের শুরু আবার,
অনেক দিনের পরে।

অনেক কিছু বদলে যাবে,
কিছু ফুলের রঙ হারাবে।
সবুজ পাতা ফুটবে গাছে,
শুকনো পাতা ঝড়ে।

আমি থাকব যেমন আছি,
বাসব ভালো যেমন বাসি।
থাকবো তোমার দুহাত খানা,
পরম মায়ায় ধরে।

দেবী, তোমার মনের কাছে,
আমার যেটুক যত্ন আছে,
তাকে তুমি থাকতে দিও
তারই মত করে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।