পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ গতকাল আনুষ্ঠানিকভাবে দেশটির সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বুধবার 'চিফ অব আর্মি স্টাফ' নিযুক্ত হন। রাহিল শরিফ রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তার পূর্বসূরি জেনারেল পারভেজ কায়ানির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। অভিজ্ঞ পদাতিক কমান্ডার রাহিল শরিফ সামরিক বাহিনীর বাইরে অতটা পরিচিত না হলেও বিশ্লেষকরা মনে করছেন, তিনি একজন নিবেদিতপ্রাণ সৈনিক যার রাজনীতিতে তেমন একটা আগ্রহ নেই। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আরও দুজন জেনারেলকে ডিঙ্গিয়ে রাহিল শরিফকে সেনাপ্রধান পদে পদোন্নতি দেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।