আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সার প্রতিরোধে জোলির দান

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তার মা মার্চেলিনের নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন। অ্যাঞ্জেলিনার মা, মামা এবং খালার নামে প্রতিষ্ঠিত হয়েছে সংস্থাটি। কন্টাক্টমিউজিক জানায়, ক্যান্সারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সংস্থাটি চালু করেছেন অ্যাঞ্জেলিনা এবং তার পরিবার। বছরের শুরুতে স্তন ও ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি কমাতে দুইবার ম্যাসাকটোমি করাতে হয় অ্যাঞ্জেলিনার। তিনি 'মার্চেলিন ডেবরা অ্যান্ড র্যালে' শীর্ষক সংস্থাটি পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখবেন।

এ নামকরণের কারণ হিসেবে অ্যাঞ্জেলিনার আত্মীয় রন মার্টিন জানান, তার মা, মামা এবং খালা তিনজনই ক্যান্সারে মারা যান। আর তাই তাদের সম্মানে ও নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে।

রন বলেন, অ্যাঞ্জেলিনার বাবা জন ভইট এ প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। তার ভাই জেমসও পরিচালনার দায়িত্বে থাকবেন। অ্যাঞ্জেলিনা এবং তার প্রেমিক ব্র্যাড পিটও সংস্থাটির সঙ্গে যুক্ত থাকবেন।

এটি একটি পারিবারিক উদ্যোগ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.