ব্রাউজার এক্সটেনশন নিয়ে মাঝখানে আমার আগ্রহ অনেকটা কমে গিয়েছিল । খোঁজখবর রাখি নাই অনেকদিন । কিন্তু ইদানিং বেশ কয়েকটা এক্সটেনশন ছাড়া বোধহয় আমার নেট লাইফই ওলট পালোট হয়ে যাবে । একদম সত্যি করে বলতে গেলে , এগুলা ছাড়া এখন একটা নেট সেশনও শান্তিমতো চলবে না । এখন মনে হচ্ছে ইহাদিগকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া আমার নৈতিক দায়িত্ব
যে এক্সটেনশনগুলো শেয়ার করছি , সেগুলো অন্য অনেক এক্সটেনশনের মতো আপনার জন্য বিরক্তিকর হবে না . . . . সেটা ভালোভাবেই আশা করছি ।
আর ব্রাউজার এক্সটেনশন আমার প্রিয় হবার কারণ হলোঃ
# ফাইল সাইজে ইহারা একেবারে লিলিপুট , কিলোবাইটের হিসাব । সো হার্ডডিস্ক মেমরী / র্যাম সবই বাঁচে ।
# কম্পিউটারে থাকলে পুরো সময়ই ব্রাউজারেই থাকি । প্রয়োজনীয় সবকিছু তাই ব্রাউজারে থাকাই ভালো ।
onetab
লাখ লাখ ট্যাব খুলে বসে থাকা আমার একটা প্রয়োজনীয় এবং মহান বদ-অভ্যাস ।
কিন্তু সমস্যা হয় র্যামে । অনেকগুলা র্যাম খুলে বসার পর যখন অন্য কোন সফটওয়ার রানিং থাকে , বেচারা র্যামের অবস্থা টাইট । হ্যাং হওয়া নিশ্চিত । আমার দুই জিবি র্যাম । গ্রাফিকস রিলেটেড অনেক ভারী ভারী সফটওয়ার ইউজ করি তো , ফিজিক্যাল মেমরী বাঁচাতেই হোক , আর ব্রাউজারের চেহারা সুরত সুন্দর রাখার জন্যেই হোক ওয়ান-ট্যাবের মতো একটা এক্সটেনশন আমার জন্য মাস্ট ।
ওয়ানট্যাব ৯৫% মেমরী সেভ করার দাবী করে থাকে । আমারো তাই মনে হয় ।
এর কাজ হচ্ছে আপনি যখন চাইবেন , সে সবগুলো অথবা নির্দিষ্ট কয়েকটা ট্যাব ফ্ল্যাট লিঙ্ক হিসেবে একটা ট্যাবে জমা করে রাখবে । পরে যখন ইচ্ছে খুলতে পারবেন ।
bit.ly
সারাদিন যে কত লিঙ্ক শেয়ার করি তার হিসাব নাই ।
বেশিরভাগ ক্ষেত্রেই এমন বিশাল বিশাল লিঙ্ক আসে , শেয়ার করালে দেখতে পুরাই বাজে লাগে । এইটা আমার জানামতে সবচেয়ে জনপ্রিয় URL shortener । পছন্দ হলেই চাইলে এক ক্লিকেই সেভ করে রাখতে পারেন যেকোন লিঙ্ক । আর এক ক্লিকে লিঙ্ক শর্ট করার অপশন তো আছেই ।
GoPhoto.it
গ্রাফিকস নিয়ে যেহেতু আমার সবরকম মাথাব্যাথা , চলতে ফিরতে যতরকম ছবি পড়ে সবই হাই রেজুলেশনে দেখতে হয় ।
ইন্সপাইরেশন দেখতে গেলে প্রতিটা ছবি নতুন ট্যাবে খুলতে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার । যেকোন ছবির থাম্বনেইল ভিউয়ে মাউস রাখলেই বড় করে দেখায় এই এক্সটেনশন । ফেসবুকেও এইটা আমার কাজে লাগে ।
LastPass
আমার যে কতগুলা ওয়েবসাইটে একাউন্ট আছে আমি নিজেও বলতে পারবো না । এতো এতো ইউজারনেম আর এতো এতো পাসওয়ার্ড মনে রাখা কতটা ভয়ানক ব্যাপার সেটা আমি কল্পনা করতে পারিনা ।
কারণ আমি সেই কাজ এখন পর্যন্ত করিনাই । লাস্টপাসে আছে আমার সব পাসওয়ার্ড ।
যেকোন সাইটের লগইন পেজে গিয়ে alt+x আর এন্টার । অটো ফিল-আপ । দেড় সেকেন্ডে লগ ইন ! এর আরেকটা ভালো দিক হচ্ছে রীতিমত আনব্রেকেবল পাসওয়ার্ড তৈরী করে দেয়া ।
অনেক সাইটের পাসওয়ার্ড আমি জীবনেও দেখি নাই ।
লাস্টপাস আরেকটা কারণে আমার পছন্দের , কারণ আমার জানা হ্যাকিং ট্রিকসগুলা লাস্টপাসে কাজ করে নাই ! বিশেষ করে কি-লগার গুলা . . .
SaveFrom.net
ইউটিউব থেকে ডাউনলোড করতে গেলে IDM কিন্তু প্রায়ই গ্যাঞ্জাম লাগায় । নিজের পছন্দমতো কোয়ালিটির ভিডিও প্রায় সব জনপ্রিয় সাইট থেকে ডাউনলোড করার সবচেয়ে কাজের এক্সটেনশন আমার কাছে এটাই মনে হয়েছে । ভিডিওর পাশে এবং নিচে আইকন থাকে ডাউনলোড করার । কিন্তু আমি এখনো ইউটিউব থেকে আস্ত প্লে-লিস্ট নামানোর জন্য কিছু পেলাম না ।
কারো কাছে থাকলে দয়া করে দিয়েন ।
checker plus for gmail
জিমেইলের জন্য অনেকগুলা এক্সটেনশন দেখে এইটাই ভালো লাগলো । সরাসরি ব্রাউজার থেকে মেইল চেক / ডিলিট ব্লা ব্লা ব্লা . . . . অনেকগুলা অপশন আছে ।
Quick Note
উমম . . . ডিজাইনাররা নোটপ্যাড ছাড়া অচল । সামনে ভালো কিছু পাইলেই সেটারে এইখানে রেখে দেই ।
তবে এখন মনে হয় এর চেয়েও ভালো এক্সটেনশন আসছে । নতুন করে খুঁজে দেখা হয়নাই । pocket , google keep , evernote , digoo এর মাস্টার টুল . . . . আরো অনেক নামকরা নোটপ্যাড টাইপ এক্সটেনশন দেখলাম । নিজে এখনো টেস্ট করিনাই ।
Lightweight alarm-clock , timer and countdown
এইটা ইউজ করি এলার্মের জন্য ।
নেটে তো বইসা থাকি দুনিয়াদারী ভুইলা ! আগে থেকে এলার্ম দেয়া থাকলে অনেক বিপদ হইতে রক্ষা পাইবেন । আরেকটা এক্সটেনশন ভালো লাগতো alarm নামে । ওইটা এখন কাজ করেনা ।
google similar pages
নামেই বোঝা যাচ্ছে ব্যাপারটা । আইকনে ক্লিক করলেই গুগল ইন্সট্যান্টলি ওই সাইটের সিমিলার সাইটগুলা শো করবে ।
ভালোই কাজে লাগে আমার ।
alexa traffic rank
গুগল সার্চে এবং আইকনে ক্লিক করলে , দুই জায়গাতেই সাইটের পপুলারিটি এবং র্যাঙ্কিং শো করে । নেট সার্ফিং এর সময় অচেনা সাইটগুলাকে অনেক সময় এইটার উপর ডিপেন্ড করেই গুরুত্ব দেই । ওয়েবসাইট র্যাঙ্কিং এ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সংস্থা এলেক্সা ।
instant dictionary
বেশ কয়েকটা ডিকশনারি ঘেঁটে এইটাই সবচেয়ে ভালো লাগছে ।
এইটার বিশেষত্ব হইলো এইটা যেকোন ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে একটা ছোট ব্রিফ দেয় শব্দটার উপর । অনেকটা টীকার মতো । গুগল ডিকশনারী অনেক বিরক্তিকর লাগছে আমার কাছে ।
dictionary bubble
নর্মাল ডিকশনারী । ইন্সট্যান্ট ডিকশনারীর কমপ্লিমেন্ট হিসেবে ব্যাবহার করি ।
Highlight keywords for google search
একটা সার্চ দেয়ার পর সার্চ রেজাল্ট থেকে অনেকগুলা সাইট খুলি । এখন প্রত্যেকটা লাইন খুঁইজা খুঁইজা পড়ার টাইম আছে ? এই এক্সটেনশনটার সুবিধা হচ্ছে সার্চের পর যে সাইটে যাবো , সেখানে সার্চ করা ওয়ার্ডগুলো সে হাইলাইট করে রাখবে । সিম্পল , বাট জটিল জিনিস !
Tineye Reverse image search
যেকোন ইমেজের বিভিন্ন সাইজের খোঁজ করা গ্রাফিকস ডিজাইনারদের জন্য রেগুলার টাস্ক । এছাড়া নিজের ক্রিয়েশনটার সাথে অন্য কোন ছবির মিল আছে কিনা । বা অন্যদের চুরি ধরতেও এইটা কাজে লাগে ।
গুগল ইমেজ সার্চের চেয়ে এইটা পাওয়ারফুল বলেই এইটা ইউজ করি ।
মনে রাখবেন ,
## কোন এক্সটেনশনই কিন্তু গুগল ওয়েবস্টোরে থাকা অবস্থায় কাজ করবে না ।
## কোন কোন এক্সটেনশন কাজ করার জন্য ইন্সটল করার পর পেইজ রিফ্রেশ করতে হতে পারে ।
## সবগুলো এক্সটেনশনের আইকন কিন্তু এড্রেস বারের পাশে রাখার দরকার নেই । আপনি রাইট ক্লিক করে অপ্রয়োজনীয় আইকনগুলো হাইড করতে পারবেন ।
আজকে এইটুকুই ।
আল্লাহ হাফেজ ।
( আর হ্যাঁ , এই লেখাটা প্রযুক্তিরখেলা.কম এ আগে প্রকাশিত । আমি মূলত গ্রাফিক্স নিয়ে অল্প কিছু লিখেছি প্রযুক্তিরখেলা আর টেকটিউনসে । আমার অন্য লেখাগুলি আছে এখানে . . )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।