বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
এক্সটেনশন(অ্যাডঅন), পরিবর্তন এবং আরও বাড়তি কিছু সুবিধা নিয়ে এবার গুগল ক্রোম ব্রাউজারের নতুন ষ্ট্যাবল ভার্সন হাজির!
এর পূর্বে সর্বশেষ ষ্ট্যাবল ভার্সনটি ছিল "গুগল ক্রোম ৩.০.১৯৭.১১"। এরপর এখন এই "গুগল ক্রোম ৪.০.২৪৯.৭০" হাজির হল ষ্ট্যাবল ভার্সন হিসেবে। মাঝে অনেকদিন পরীক্ষামূলক(বেটা) ভার্সন ছিলো।
তখনই এর মাঝে এক্সটেনশন সুবিধা যুক্ত করা হয়।
বেটা ভার্সনগুলিতে অসংখ্য সমস্যা ছিলো বলা চলে। ক্র্যাশ/হ্যাং ইত্যাদি ইত্যাদি। এখন সেগুলো দূর হয়েছে।
গুগল দাবী করছে, পূর্বের ষ্ট্যাবল ভার্সনের চাইতে এবারের ষ্ট্যাবল ভার্সনটি ৪০% বেশি দ্রুত!! গতি সত্যিই কিছুটা বেড়েছে।
গুগল ক্রোম ৪.০.২৪৯.৭০ ষ্ট্যাবল ভার্সনটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানেঃ Google Chrome v4.0.249.70 Stable (Offline Download) সাইজঃ মাত্র ১১ মেগাবাইট।
এবং গুগল ক্রোমের এক্সটেনশন গ্যালারিতে ঘুরে আসুন এইখানে ক্লিক করেঃ Google Chrome Extension Gallery
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।