আমাদের কথা খুঁজে নিন

   

রাজা- বাদশা দের ব্যাটল পুনরায় চালু করা হোক



ভেবেছিলাম রাজনীতি নিয়ে কিছু লিখবো না, কিন্তু দেশের এই সংকটময় পরিস্থিতিতে না লিখে পারলাম না। এই দেশের রাজনীতেতে ঘৃনা ধরে গেছে অনেক আগেই। রাজনীতিবেদের সন্তান বলে আমি এর নিকৃষ্টতম জঘন্যতা দেখেছি, আর দেখেছি সব কিছুর মুলে লাভলোকসানের হিসাব। আর তাইতো মাঝে মাঝে শান্তি পাই যখন ভাবি সঠিক সময়ে আমার বাবাকে এই ঘৃন্য রাজনীতি থেকে সরিয়ে ব্যবসায়িক দিকে ধাবিত করতে পেরেছিলাম। হয়তো এখন হাজার কোটি টাকার মালিক হতে পারতাম কিন্তু যা আছি তাই বা খারাপ কিসে, অন্তত দুর্নিতী, বা হারামের রোজগাের তো নেই।

বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে দুই দল ই জনতার মাথায় কাঠাল ভেঙ্গে খাচ্ছে, আমরা যতই তর্ক বিতর্ক করি না কেনো, এর সুফল ভোগ করবে এই দুই দল এবং এদরে সাথে জড়িত চামচা রা। আর চরম মুল্যটি দিতে হবে আমাদের মতো সাধারন জনগনকে। আর তাই এখন সময় এসেছে, এ থেকে মুক্তি পাবার। আমি পরামর্শ দিবো রাজা বাদশাদের ব্যাটল ওয়ারের। দুইদল যদি একমত হতে না পারে, তাহলে তাদের কে ঢাকা স্টেডিয়ামে ব্যাটল ওয়ারে নামিয়ে দেওয়া হোক, এবং তাদরে সেনাপতি হবে তাদের সন্তানরা, আমরা দর্শক হিসেবে তা দেখবো এবঙ তাদের মধ্যে বিজয়ীকে মেনে নিবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.