কারনগুলা খুবই সিম্পল
বিএনপির গরু আর জামাতের ছাগু না হইলে এই হিসাব বুঝতে পারার কথা।
১। বিএনপি তো এমন কিছু করে নাই যে তাদের জনপ্রিয়তা বাড়বে।
২। দেশের মানুষ জানে যে জামাত বিএনপির কাছে বস, না হলে শেখ হাসিনা ফোন দেয়ার পরেও বিএনপি হরতাল উঠাইতে পারলো না ক্যান?
৩।
দেশের মানুষ বিশ্বাস করে জামাত একটা জঙ্গি সংগঠন, আর বিএনপি জামাতের ছোটভাই। বিএনপি আসা মানে জামাত আসা, জামাত আসা মানে দেশ ফাকিস্থান হয়ে যাওয়া, এই হিসাব করতে পিএইচডি লাগে না, আমাগো দাড়োয়ানও বোঝে।
৪। আওয়ামী লীগ যেসব আকাম করছে তার কারনে সিট কমতে পারে ৯০% থেকে কমে নিশ্চই ৪৯% হয়ে যাবে না তাই না?
৫। প্রচারনা চালাচ্ছে
৬।
যারা ফ্লাইওভার ইত্যাদি বানানোর কাজ প্রতিদিন দেখে আর আসা করে এইটা কবে হবে তারা জানে বিএনপি জামাত আইলে এইগুলা থামায় দেয়া হবে, আর মারা খাবে তারা তাই তারা পছন্দ না করলেও আওয়ামী লীগকেই ভোট দিবে...
৭। বিএনপি কি আওয়ামী লীগের ভালো বিকল্প? মোটেই না, এটাও মানুষ জানে।
৮। মুক্তিযুদ্ধের চেতনা আপনারা রাস্তায় দেখেছেন, এদের মিথ্যা কথা বলে, এরা এতিম বলে, বড় হুজুরের ওয়াজ হবে বলে, গরু খাওয়ানো হবে বলে, টাকা খাওয়িয়ে আনা হয়নি। আমি হ্যাপাজত আর শাহবাগের কথা বলছি।
যারা রাস্তায় নেমে এসেছিলো তারা প্রত্যেকে আওয়ামী লীগকে ভোট দিবে।
৯। জয়- যেভাবে মার্কেটিং করছে নিজের সাথে দলের তাতে বিএনপির আসা সম্ভব না। আর জয় শিক্ষিত, হার্ভার্ড থেকে শিখে এসেছে কিভাবে রাজনিতি করতে হয়। তাই মনে রাখবেন জয়ের সাথে তারেকের কোন তুলনা হয় না।
ইয়ংদের কাছে জয় আইকনে পরিনত, তার ফেসবুকের লাইকের সংখ্যা দেখলে বুঝবেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।