আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে শিমুলের ব্যাপক শোডাউন

নাটোর-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম আজ দুপুরে বাদ্র-বাজনা বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে নাটোরে এসেছেন।

বিরোধীদলের অবরোধ সত্বেও শত শত নেতা কর্মী তাঁকে সদর উপজেলার আহম্মদপুর সেতুর কাছে ফুল দিয়ে নির্বাচনী এলাকায় বরণ করে নেন।

দলীয় সূত্র জানায়, প্রায় এক হাজার মোটরসাইকেলে চেপে নেতাকর্মীরা সকাল ১১টায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটায় শফিকুল ইসলামকে অভ্যর্থনা জানান।

বাদ্য বাজনাসহ মোটরসাইকেলের বহর তিনি  ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর পৌনে তিনটায় শহরের কানাইখালি  আসেন।   এখানে সংক্ষপ্তি সমাবেশে বক্ত্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান খান, শফিকুল ইসলাম শিমুলসহ দলের নেতারা।

বক্তব্য রাখেন।

শিমুল তাকে মনোনয়ন দেওয়ার জন্য তিনি দলের সভানেত্রীকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীর সমর্থন চান। এর আগে দত্তপাড়া, হয়বতপুর ও আহম্মদপুরেও তিনি পথসভায় বক্তব্য রাখেন।

প্রসঙ্গত এই আসন থেকে সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গত নির্বাচনে সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে বাদ দিয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলকে দল মনোনয়ন দিয়েছেন।

ইতিমধ্যে তিনি মনোনয়ন পত্র দাখিলও করেছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.