আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে একটি আসনে নির্বাচনের প্রস্তুতি

নাটোরে একটি আসনে (সিংড়া) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। দশম সংসদ নির্বাচনে নাটোর জেলায় চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। শুধুমাত্র নাটোর-৩ (সিংড়া) আসনে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক ও ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর-৩ আসনে মোট ভোটার দুই লাখ ৪৭ হাজার ১৭৭ জন।

এর মধ্যে পুরুষ একলাখ ২২ হাজার ২৩১ জন এবং মহিলা একলাখ ২৪ হাজার ৯২৬ জন। ভোট গ্রহনের জন্য ১১৮ টি কেন্দ্রে ৬০৭টি বুথ স্থাপন করা হয়েছে। এসব ভোট কেন্দ্রে ১২৩ জন প্রিজাইডিং অফিসার, ৬৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২শ' ৭৬ জনকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন বিভাগ ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল সামগ্রী ইতোমধ্যেই পেয়ে গেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মো: জাফর উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. নাহিদ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা সকলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতির কথা জানান।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.