১৮ দলীয় জোটের হরতাল ও অবরোধের সমর্থনে নাটোরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বিক্ষপ্তি ভাঙচুর ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে শহরের বাইপাস মোড় থেকে ১৮ দলের ব্যানারে একটি মিছিল শুরু হয়ে মাদরাসা মোড় ঘুরে বড় হরিশপুর বাইপাস মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা ১৮ দলের সদস্য সচিব ও জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, অর্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমান, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এনায়েত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদ চৌধুরী, শিবিরের জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া শহরের হাফরাস্তা এলাকায় জেলা বিএনপির সেক্রেটারি আমিনুল হকের নেতৃত্বে একটি মিছিল বের করে বিএনপি।
এদিকে হরতালে জেলার বিভিন্ন স্থানে বিক্ষপ্তিভাবে ট্রাক ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। নাশকতার আশঙ্কায় শহর ও মহাসড়কে র্যাব-পুলিশ ও সেনা টহল অব্যাহত রয়েছে। শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।