আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে শনিবার হরতাল, ৪০ ট্রাকে ভাঙচুর

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং তার বাসভবনের সামনে বোমা হামলার প্রতিবাদে শনিবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮ দল। জেলা ১৮ দলের আহ্বায়ক আমিনুল হক হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওষুধবাহী পরিবহন, ওষুধের দোকান এবং কাচাবাজার হরতালের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।

এদিকে ১৮ দলের ডাকা ষষ্ঠ দফা অবরোধের তৃতীয় দিনে গাড়ি ভাঙচুর, বিক্ষোভ মিছিল-সমাবেশ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে অবরোধ পালিত হচ্ছে নাটোরে। শুক্রবার সকালে জেলার ধানাইদহ, দাইরপাড়া ও কয়েনবাজার এলাকায় অন্তত ৪০টি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ছাড়া বিক্ষপ্তিভাবে বিভিন্ন স্থানে অটোরিকশাসহ আরো কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের তেবারিয়া এলাকায় সেনাবাহিনীর বহরে ইট নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সেনাবাহিনীর একটি গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে নাটোর সদর থানার সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সাইফুল ইসলামসহ নয়জন, লালপুরের দুজন ও বড়াইগ্রামের দুজন রয়েছেন।

এদিকে অবরোধে শহরের হাফরাস্তায় শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাধারণ সমপাদক আমিনুল হকসহ অন্য নেতারা বক্তব্য দেন। অবরোধের সমর্থনে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনূস আলীর নেতৃত্বে মিছিল সমাবেশ করেছে ১৮ দল। মিছিলটি শহরের মাদ্রাসা মোড় প্রদক্ষিণ করে একটি সমাবেশে এসে মিলিত হয়।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.