ইংলিশ প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত কম বাজেটের দল গড়েও শিরোপা-দৌড়ে আর্সেনাল এখন সবচেয়ে এগিয়ে। কার্ডিফ সিটির মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরা আর্সেন ওয়েঙ্গারের দল শীর্ষস্থান ধরে রেখেছে।
২৯ মিনিটে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালকে রামজি এগিয়ে দেন।
৮৬ মিনিটে ওজিলের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লামিনি। ইনজুরি সময়ে রামজির দ্বিতীয় এবং আর্সেনালের শেষ গোলের রূপকার ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকট।
উল্লেখ্য, ১৩ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৩১ পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলে লিভারপুল ও চেলসি দুই দলেরই ২৪ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।