সান্তিয়াগো বার্নাবেউয়ে একাদশ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে দেন রিয়ালকে। ফিফা ব্যালন ডি’অর জয়ীর এটা মৌসুমে ৩৮ ও লিগে ২৪তম গোল। লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেও আছেন এই পর্তুগিজ তারকা।
৪৯ মিনিটে ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলোর গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি লা লিগার রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের।
৬৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার দাভিদ নাভারোর লাল কার্ড দশ জনের দলে পরিণত করে লেভান্তেকে। আর ৮১ মিনিটে গ্রিক ডিফেন্ডার নিকোস কারাবেলাসের আত্মঘাতী গোল সহজ জয় নিশ্চিত করে দেয় রিয়ালের।
২৭টি করে ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৬৭, ৬৪ ও ৬৩। তিন দলেরই ১১টি করে ম্যাচ বাকি।
রোববার লা লিগার অন্য দুই ম্যাচে সেভিয়া ৩-১ গোলে আলমেরিয়াকে ও এসপানিয়ল একই ব্যবধানে এলচেকে হারিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।