তাশফী মাহমুদ
সদ্যই অধিনায়কত্ব ছেড়েছেন সাকিব আল হাসান। কিন্তু আইসিসি র্যাংকিংয়ে ওয়ানডেতে সেরা অলরাউন্ডার হিসেবে এখনো শীর্ষস্থানটা ধরে রেখেছেন তিনি। আর বোলিং র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির পর অর্থাৎ দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অন্যতম সফল এই অফ স্পিনার। আইসিসি আজ মঙ্গলবার দুবাই থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
৮৫টি ওয়ানডে ম্যাচ খেলে সাকিব করেছেন ২২৮৮ রান। উইকেট পেয়েছেন ৯৫টি। আইসিসি র্যাংকিংয়ে ৩৯০ পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে সাকিব, সাকিবের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে শহীদ আফ্রিদী আর ৩৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেন ওয়াটসন এবং চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।