আমার না বলা যত কথা হাতের মুঠোয় সোনালী কিছু স্বপ্ন ছিল-ভালোবাসার ছোট্ট পানসি ছিল- তারই স্রোতে ভেসে বেড়াতে দু’কূল ছাপিয়ে- দিনগুলো অতীতে গেছে ঢেকে- বিকল স্মৃতিগুলো নিয়ে তুমি কেনো একা জেগে আছো মেয়ে? যখন দুঃখরা হয়েছে শেষ সম্বল- সুখরা ফানুস হয়ে গেছে উড়ে- তখন কেনো খোঁজো হৃদয়ের সবুজ বাগান ভরা ছিল স্বপ্নে? মেয়ে তুমি অবুঝ নয় তোমার নীল নকশী কাঁথায় কষ্টরা খেলা করে সোনামুখী সুঁইয়ের ফোঁড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।