সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে কষ্টের কোন হাত পা নেই। কষ্টরা নি:শব্দ। কষ্টরা বড্ডো মায়াবতি হয়। যদি হাত পা থাকতো তবে রোজ রাতে তোমার দুয়ারে গিয়ে ঠায় বসে থাকতো আগল ভেঙ্গে তোমাকে জাগিয়ে তুলতো ঘুম থেকে। তোমার স্বপ্নের ভিতর আততায়ী হয়ে দিতো হানা। যদি শব্দ করতে পারতো তবে মুহূত্বে এই পৃথিবীর সব নির্জনতা খুন করে রক্তের লোবানে হামাগুড়ি দিয়ে চিকার করতো বাতিল জলবায়ুর বুকে ছুরি চালিয়ে করতো নির্মম উল্লাস। যদি নিষ্ঠুর হতো তাহলে এত এত প্রার্থণা, এত আকুলতা, প্রচন্ড ভালো লাগা সব কিছু নিমিষে ধ্বসে যা্ওয়ার পরও- কেন সে কবির বসতভিটা, আঙ্গিনা ছেড়ে যায় না? কষ্টরা একদিন হাটতে শিখবে কথা বলতে শিখবে কষ্টরা একদিন নিষ্ঠুর হবে সেদিন তুমি তাদের কি জবাব দেবে হে প্রিয় স্বদেশ? দেখে নিও একদিন ঠিক ঠিক তোমার গায়ে কেউ পতাকার মতো করে কষ্ট লেপে দেবে। সেদিনটার জন্য না হয় আপাতত অপেক্ষাটা জমা থাকলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।