বিনপির সালাউদ্দিন এর অজ্ঞাত স্হান থেকে ভিডিও এর খবরের প্রতিক্রিয়ায় এক পাঠকের মন্তব্য প্রথম আলোতে
"মনে পড়ে গেল ২০০৬ সালে আওয়ামীলীগের আন্দোলন। আওয়ামীলীগের বয়োবৃদ্ধ নেতা আব্দুল জলিল, মোহাম্মদ নাসিম, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সংসদ ভবন থেকে মিছিল বের করতেন। ফাটানো হতনা কোনো ককটেল, বাসে দেওয়া হতনা আগুন, কিন্তু তার পরেও সেই বিখ্যাত উক্তি "we are looking for শত্রু" প্রদান করি স্বরাষ্ট্র মন্ত্রী বাবরের নির্দেশে ওই সমস্ত বয়োজ্যেষ্ঠ নেতাদের নির্মম ভাবে পিটিয়ে রাস্তায় শুয়ে দিয়েছিল। কিন্তু বি এন পি র নেতা জয়নাল আবেদিনের মত গালিগালাজ তারা দৌড়ে পালায়নি অথবা আন্ডারগ্রাউন্ড এ যেয়ে ভিডিও টেপ পাঠায়নি। আর নেত্রীর তো দেখাই নাই। আজ বি এন পি মেরুদন্ডহীন একটি দলে পরিনত হয়েছে, জামাতের সাথে থেকে তারা এখন একটি সহিংস দলের পরিচয় বহন করছে। আগে দরকার ত্যাগী নেতা, যারা এসি রুমে বসে স্বপ্ন দেখবে না আর কয়টা মানুষ মারলে কোন মন্ত্রিত্ব পেয়ে প্রত্যকে এক একটি হওয়া ভবন খুলবে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।