আমাদের কথা খুঁজে নিন

   

লিপস্টিকে নাকি বুদ্ধি কমে!

ও মোর খোদা! এইডা কিতা হুনলাম । লিপস্টিহে নাহি বুদ্দি কইম্যা যায় । এমিনিতেই যেনারা লিপস্টিক ব্যবহার করুইন তাগর বুদ্দি এমনিতেই কম । তার উফরে যদি এমুন অয় তাইলেত বিফদ । আর যারা চুমু টুমু খান তাগর জৈনও বিফদ ! ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারকারীর বুদ্ধিমত্তা, আচরণ ও শিক্ষণ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

তথ্য সূত্র বিডিনিউজ ২৪ বিজ্ঞানীরা গবেষণার নমুনা হিসাবে ২২টি ব্র্যান্ডের লিপস্টিক এবং লিপ গ্লস পরীক্ষা-নিরীক্ষা করেন । এর মধ্যে ১২ টি অর্থাৎ, ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে। এ সীসা খুব কম মাত্রার হলেও গবেষকরা বলছেন, সামান্য সীসাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে এর ফলে সাভাবিক বুদ্ধিমত্তা আনেকাংশে কমে যায় । তবে জেনেশুনে লিপস্টিকে সীসা ব্যবহার করা হয়না, বরং প্রসাধনটির রঙের জন্য ব্যবহৃত বিভিন্ন রঞ্জকে সীসা থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ‘ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত এক গবেষণায় লিপস্টিকে উচ্চ মাত্রার সীসা উপস্থিতি ধরা পড়েছিল। তথ্য সূত্র বিডিনিউজ ২৪ তাই অহন থেইকা সুমু কাওয়ার আগে লিফিসটীক মুইচা লইন যে ,  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।