আমাদের কথা খুঁজে নিন

   

হালকা লিপস্টিকে জমকালো

লাল, ম্যাজেন্টা কিংবা কমলা—হাল আমলে এমন উজ্জ্বল রঙের লিপস্টিকের চল। কিন্তু অনেকেই উজ্জ্বল রঙে স্বচ্ছন্দ নন। আবার গরমে হালকা রঙের লিপস্টিক বেশি মানানসই। সব মিলিয়ে এই সময়ে বেছে নিতে পারেন হালকা রঙের লিপস্টিক। গোলাপি, বাদামির নানা শেডেও হয়ে উঠতে পারেন বর্ণিল।

পিচ, মভ, বাদামি ও হালকা গোলাপি রঙের লিপস্টিককে প্রাধান্য দিতে পারেন। ত্বকের রং কী, তা বিবেচনা না করে, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায়, তেমন রংই বেছে নিন। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান বলেন, শ্যাম বর্ণের মেয়েরা বাদামির বিভিন্ন শেড ও ত্বকের রঙের সঙ্গে মেলানো (নুড কালার) লিপস্টিক বেছে নিতে পারেন। তখন চোখের সাজের ওপর খানিকটা জোর দিতে হবে। দিনে কপার-ব্রোঞ্জ আইশ্যাডো দিয়ে চোখ আকর্ষণীয় করে তুলতে হবে।

রাতে জমকালো ভাব আনতে স্মোকি লুকটাই মানাবে। আর যাঁদের ত্বকের রং উজ্জ্বল, তাঁদের হালকা গোলাপি, পিচ ও মভ লিপস্টিক ভালো লাগে।
গরমের জন্য উপযোগী ম্যাট লিপস্টিক। তবে সন্ধ্যায় বা রাতের অনুষ্ঠানে যেতে হলে হালকা রঙের ম্যাট লিপস্টিকের ওপরে পানিরোধক গ্লস ব্যবহার করুন। এতে দীর্ঘস্থায়ী হবে লিপস্টিক।

একই সঙ্গে চকচকে ভাবও থাকবে। যাঁদের ঠোঁট রুক্ষ, তাঁরা ক্রিম ধরনের লিপস্টিক ব্যবহার করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই রঙের লিপস্টিক ব্যবহার না করে দুই-তিন রঙের লিপস্টিক মিশিয়েও দিতে পারেন। বিজ রঙের সঙ্গে পিচ রং মিশিয়ে ব্যবহার করলে ভিন্ন রকম হালকা রঙের শেড তৈরি হবে। এ রকম নিজেই হালকা রংগুলোকে নিয়ে নিরীক্ষা করতে পারেন।

নিজের কাছে যা ভালো লাগবে, সেই রং দিয়ে ঠোঁট ছোঁয়াতে ভুলবেন না। উজ্জ্বল রংগুলোরই আবার বিভিন্ন হালকা শেড আছে। পছন্দমতো সেসব থেকেও বেছে নিতে পারেন।
মডেল হূদি জানালেন, রোজকার ব্যবহারের জন্য হালকা রঙের লিপস্টিক বেছে নেন তিনি। বেশির ভাগ সময় বিজ ও হালকা গোলাপি তাঁর ঠোঁটে শোভা পায়।

সন্ধ্যার কোনো অনুষ্ঠানে কমলা বা কোরাল রঙের সবচেয়ে হালকা শেডটা তিনি ব্যবহার করেন।
বাজারে এখন নানা ধরনের নানা ব্র্যান্ডের হালকা রঙের লিপস্টিক ও লিপ গ্লস পাওয়া যায়। এসবের দাম পড়বে প্রতিটি ১৫০ থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে। আবার ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে কোন রঙের ত্বকের সঙ্গে কোন ধরনের লিপস্টিক মানানসই তা দেখার সুযোগ রয়েছে। সম্ভব হলে সেসবও দেখে নিতে পারেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।