আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের নতুন ফিচার

ব্যবহারকারীদের পুরনো পোস্ট নতুন করে নিউজ ফিডে পোস্ট করার নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সোশাল মিডিয়া ফেইসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে নতুন ফিচারটি নিয়ে জানিয়েছে তারা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অলথিংসডি-কে ফেইসুবকের এক মুখপাত্র বলেন, “একটি বিশেষ নোটিফিকেশনে ক্লিক করলে নিউজফিডের পোস্টগুলোর মধ্যে বাছাইকৃত কয়েকটি টপ পোস্ট দেখতে পাবেন আপনি।”
ফেইসবুকের বিবৃতিতে বলা হয়েছে, “নিউজ ফিডের পুরনো পোস্টগুলো নতুন করে সামনে এনে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার নতুন এক পদ্ধতি নিয়ে কাজ করছি আমরা।”
নতুন ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন ওই মুখপাত্র।
তবে ফেইসবুক নতুন ফিচারটি বড় পরিসরে কবে নাগাদ চালু হবে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।