ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের তথ্য মতে, ফেইসবুকে প্রতিমাসে ব্যবহারকারীর সংখ্যা ১২৩ কোটি। দিনে অন্তত একবার ফেইসবুকে লগইন করেন ৭৫ কোটি ৭০ লাখ ব্যবহারকারী। এ ছাড়া গত এক বছরে ফেইসবুকে যুক্ত হয়েছে নতুন ১৭ কোটি অ্যাকাউন্ট।
নিজের আয়ে সবচেয়ে কমবয়সী বিলিওনেয়ার
মার্ক জাকারবার্গ ১৯ বছর বয়সে বন্ধুদের নিয়ে তৈরি করেন সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। এখন জাকারবার্গের বয়স ২৯।
ফোর্বসএর তালিকায় একহাজার ৯০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক জাকারবার্গ। ২০১৩ সালে বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জাকারবার্গের ছিলেন ২৪ নম্বরে।
২০০৮ সালে মাত্র ২৩ বছর বয়সে স্ব-চেষ্টায় বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিওনেয়ারের খেতাব অর্জন করেন তিনি।
বন্ধুর সংখ্যা দুইশতাধিক
সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বলা হয়েছে, ফেইসবুকে অর্ধেকেরই অন্তত দুইশতাধিক বন্ধু আছে।
১০০ কোটি ডলারে ইন্সটাগ্রামবন্ধুদের সঙ্গে ছবি শেয়ার আরও সহজ করতে ১০০ কোটি ডলারে ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইন্সটাগ্রামকে কিনে নেয় ফেইসবুক।
ইন্সটাগ্রামে রয়েছে ছবি ও ছোট ভিডিও ফুটেজ শেয়ারের ব্যবস্থা। বর্তমানে ইন্সটাগ্রামে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি।
একতৃতীয়াংশ ফেইসবুকেও!যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রতি তিনজনে একজন ফেইসবুক ব্যবহার করেন। যুক্তরাজ্যে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দুইকোটি ২০ লাখ।
সবচেয়ে বেশি লাইক পাওয়া পেইজ২০০৭ সালের নভেম্বরে ফেইসবুক পেইজ অ্যাপ্লিকেশন চালু করে।
সবচেয়ে বেশি লাইক পাওয়া পেইজ তালিকার শীর্ষে রয়েছে ফেইসবুক ফর এভরি ফোন। লাইকের সংখ্যা ৩৮৩,০৬৯,০২১। দ্বিতীয় অবস্থানে ফেইসবুক (১১৩,৪৬৬,৪০২), তৃতীয় অবস্থানে রয়েছে সঙ্গীত শিল্পী রিয়ানার পেইজ (৮৫,০৮৭,৯১০)।
বেড়েছে শেয়ার দরজনপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকা সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের প্রতিটি শেয়ারের দাম এখন ৬১.৪৮ ডলার। ২০১২ সালে ফেইসবুকের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৮ ডলার।
মোবাইল বিজ্ঞাপনে শতকোটি ডলারডেস্কটপ ছাড়াও ফেইসবুক ব্যবহারে পিছিয়ে নেই স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার। বিশ্বজুড়ে ৫৫ কোটি ৬০ লাখ মানুষ নিয়মিত স্মার্টফোন ও ট্যাবলেটে ফেইসবুক ব্যবহার করেন।
এ খাত থেকে ফেইসবুকের এক প্রান্তিকে আয় ১০০ কোটি ডলার।
মোট কর্মী ৬৩৩৭ জন২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ফেইসবুকে নিয়োজিত কর্মীর সংখ্যা ছিল ছয় হাজার ৩৩৭জন। যুক্তরাষ্ট্রের ১৩টি লোকেশনে রয়েছে ফেইসবুকের নিজস্ব অফিস।
এছাড়া আন্তর্জাতিক অফিসের সংখ্যা ২৪টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।