সঞ্জয় মিঠু
কনটেন্ট শেয়ারিং সার্ভিস ফ্রেন্ডফিড কিনে নিয়ে সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক দৃশ্যত ইন্টারনেট জায়ান্ট গুগলকে নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করছেন এ সংশ্লিষ্ট বিশ্লেষকরা৷
এতদিন ধরে অনেকেই মনে করে আসছিলেন এই রিয়েল টাইম সার্চ ইঞ্জিন হয়তো কিনে নেবে গুগল; এমনকি টুইটারও৷ ব্লগার রবার্ট স্কোবল এ বিষয়ে বিবিসিকে বলেন, নিয়মিত অনুসন্ধানের জন্য গুগলই সেরা৷ কিন্তু রিয়েল টাইম অনুসন্ধানে সেরা ফ্রেন্ডফিড৷
সিলিকন ভ্যালির বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির মাধ্যমে ফেইসবুক প্রযুক্তি বিশ্বে জমে ওঠা প্রতিযোগিতার ধারাই বদলে দিয়েছে৷ সামাজিক গণমাধ্যমগুলোর ঘটনা চুক্তির মাধ্যমে ফেইসবুক সরাসরি টুইটারের দিকে বন্দুক তাক করেনি, করেছে গুগলের দিকেপরিক্রমার খবর পরিবেশনকারী সংবাদ ব্লগ মাশাবেল এর সহযোগী সম্পাদক বেন পার বলেন, টুইটার কিনতে ব্যর্থ হওয়ার পর ফেইসবুকের কাছে এটিই ছিল শ্রেষ্ঠ বিকল্প৷ রিয়েল টাইমে অনেক কিছু করার ফ্রেন্ডফিডের প্রাযুক্তিক দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, নতুন চুক্তির মাধ্যমে ফেইসবুক সরাসরি টুইটারের দিকে বন্দুক তাক করেনি, করেছে গুগলের দিকে৷
ফেইসবুকের অনেক বৈশিষ্ট্যের ধারণা ফ্রেন্ডফিড থেকে পাওয়া বলে মনে করেন সিলিকন ভ্যালির বিশ্লেষকরা৷ বিশেষ করে ইউটিউব বা ফ্লিকারের মতো তৃতীয় পক্ষের সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে৷ ফ্রেন্ডফিডের গবেষণা ও উন্নয়ন শাখার প্রশংসা করে স্কোবল আশা প্রকাশ করেন, ফেইসবুক সেগুলোর অব্যাহত উন্নয়ন ঘটাবে৷
ফেইসবুকের ফ্রেন্ডফিড কিনে নেওয়ার চুক্তি সিলিকন ভ্যালির অনেককেই বেশ অবাক করেছে৷ গত দু বছর ধরে দুই প্রতিষ্ঠানের মধ্যে কথা হচ্ছিল আবার কথা বন্ধও হয়ে যাচ্ছিল৷ ফ্রেন্ডফিডের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রেট টইলর এ কথা স্বীকার করে বলেন, শেষ মুহুর্তে চুক্তি হয়েছে৷ অনেকে যদিও মনে করছিলেন, গুগলই একে কিনে নেবে৷ ফেইসবুকের সঙ্গে চুক্তিকে টেইলর বর্ণনা করেন এভাবে, ফেইসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে ফ্রেন্ডফিড (ফেইসবুকে বন্ধুত্ব গড়ার প্রস্তাব করতে হলে ব্যবহারকারীদেরকে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে অনুরোধ পাঠাতে হয়, এটিই ফ্রেন্ড রিকোয়েস্ট নামে পরিচিত)৷
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও এ চুক্তিতে খুবই খুশি৷ তিনি বলেন, আমি প্রথমবার কথা বলেই খুব সহজে তথ্য ভাগাভাগি করার উপায় দেখে চমৎকৃত হয়েছি৷
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।