আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ কাউন্ট ডাউন। ২০১১ সালের বিশ্বকাপেরও আগেও হয়েছিল কাউন্ট ডাউন। সেবার জাতীয় সংসদ ভবনের সামনে কাউন্ট ডাউনের উদ্বোধন করেছিলেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড সৌরভ গাঙ্গুলী। এবার কাউন্ট ডাউনে থাকছে না কোনো অনুষ্ঠান। তারপরও শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ কাউন্ট ডাউন।
শুধু কাউন্ট ডাউন নয়, টি-২০ বিশ্বকাপের সবধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত হয়েছে পুরুষ ও মহিলা বিভাগের গ্রুপিং। অবশ্য স্বাগতিক বাংলাদেশকে খেলতে হচ্ছে প্রাথমিক পর্ব। এর মধ্যেই গত পরশু ক্রিস টেটলির নেতৃত্বে ৭ সদস্যের আইসিসি পরিদর্শক দল ঢাকায় এসেছে ভেন্যুগুলো পরিদর্শন করতে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইসিসি পর্যবেক্ষকরা গতকাল সকালে ফতুল্লা খান সাহেব ওসমান আলী ও বিকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
আগামীকাল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করবেন তারা। আজ চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম ও বৃহস্পতিবার বিকেএসপি পরিদর্শন করবেন টেটলিরা। ভেন্যুগুলো পরিদর্শন শেষে আইসিসি পর্যবেক্ষক দল ঢাকা ছাড়বে ৬ ডিসেম্বর।
টি-২০ বিশ্বকাপের ছেলে ও মেয়ে বিভাগের ইতোমধ্যেই ভেন্যুগুলো চূড়ান্ত হয়েছে। পুরুষ বিভাগের খেলা হবে মিরপুর ও চট্টগ্রামে এবং মেয়েদের সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সবগুলো খেলা হবে সিলেটে।
সিলেট বিভাগীয় স্টেডিয়াম নিয়েই বেশ কয়েকবার বিপাকে পড়েছে বিসিবি। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ করতে পারেনি কাজ। অবশ্য আইসিসির কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছিল বিসিবি। সে সময়ের মধ্যেই কাজ শেষ করেছে বিসিবি। ভেন্যু হিসেবে সিলেটের নাম ঘোষিত হওয়ায় এখন টেনশনমুক্ত বিসিবি।
গতকাল 'রুটিন ওয়ার্ক' অনুসরণ করে মিরপুর ও ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন টেটলিরা। কাজ নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি তারা। পরিদর্শন শেষে জানিয়েছেন টেটলি, 'আমরা আমাদের রুটিন ওয়ার্ক অনুসরণ করতেই এসেছি। যে দুটি ভেন্যু আমরা দেখেছি, সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ' গতকাল ছিল বিরোধীদলের অবরোধের তৃতীয়দিন।
অবরোধে জনজীবন বিপর্যস্ত। তারপরও নিরাপত্তা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি, 'নিরাপত্তা নিয়ে এখনই কিছু বলার নেই। আসলে আমরা নিরাপত্তা নিয়ে চিন্তা করছি না। ' তবে রাজনৈতিক পরিস্থিতির দিকে তীক্ষ্ন নজর রাখছেন তারা, জানিয়েছেন টেটলি, 'রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা এখন ভাবছি না। তবে বিষয়টি আমাদের সার্বক্ষণিক নজরে রয়েছে।
আসলে সবকিছু বাদ দিয়ে শুধু টুর্নামেন্ট নিয়েই ভাবছি। '
১৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তবে প্রস্তুতি ম্যাচ শুরু হবে ১২ মার্চ থেকে। টুর্নামেন্টে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট খেলা ৬০টি। এর মধ্যে পুরুষদের ৩৫টি এবং মেয়েদের ২৫টি।
বাংলাদেশ ও জিম্বাবুয়েসহ আইসিসির ৬ সহযোগী দেশকে নিয়ে প্রথম পর্ব শুরু ১৬ মার্চ। আর ১০ দল নিয়ে চূড়ান্ত শুরু হবে ২১ মার্চ, ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ফাইনাল ৬ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ৩ ও ৪ এপ্রিল দুটি সেমিফাইনাল। দুই সেমিফাইনালের ভেন্যুই মিরপুরে।
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রয়। টিকিটের জন্য হুড়োহুড়ি লেগে গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পুরুষ বিভাগের খেলাগুলো দেখতে টিকিট লাগলেও মেয়েদের সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া কোনো খেলায় টিকিট লাগবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।