আমাদের কথা খুঁজে নিন

   

আঙুর ফল টক

পুরান ঢাকায় বাস করে মনমোহন সিং শরীরে গোস্ত নাই রোগা টিং টিং সব জনে তারে নিয়ে করে টিটকারি ডাকে তারে লিকলিকে পতলা খান আরো রকমারি মোহন ভাবে আমাকে যে হতে হবে মোটা খায় তা্ই প্রতিদিন চর্বি আর আলু গোটা গোটা জিমে গিয়ে ডাম্বেল নিয়ে কত কসরত করে সকালে বিকালে আস্তখনি ব্রয়লার গলধরণ করে দিনগিয়ে মাস গিয়ে বৎসর এলো মোটা মোহন হলো নাকো শুকনোই রলো রেগেমেগে মোহন বলে মুখ করে কালো মোটা আমি হবো নাকো শুকনোই ভালো।। কমলাপুরে বাস করে হাদারাম হাদা মস্তবড় ভুড়ি নেয়ে নিদারুন মোটা সব জনে তারে নিয়ে করে টিটকারি ডাকে তারে আস্ত হাতি খোদার খাশি আরো রকমারি রাস্তা ঘাটে চলতে গিয়ে লাগে কত কষ্ট এতো বড় ভুড়িটা্ই করল তার জীবন টাই নষ্ট একদিন হাদা ভাবে আমাকে যে হতে হবে সুটা খাবার দাবার কমিয়ে তাই থাকে রোজ ভুখা দিন গিয়ে মাস গিয়ে বৎসর এলো শুকনো হাদা হলো নাকো মোটকুই রলো রেগেমেগে হাদা বলে মুখ করে কালো শুকনো আমি হবো নাকো মোটকুই ভালো।।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।