ডুবোজ্বর
[উৎসর্গ: একজন সম্ভাবনাময় কথাশিল্পী, পাপী ০০৭.
http://www.somewhereinblog.net/blog/papi007 ]
১৩১২০৯
কেবল তুমি এক এবং একলা চিরদিন
আমার বুকের হিরন্ময় পাথর
খুন করো আরাত্রি নক্ষত্রের ইন্দ্রজাল
তিক্ত পুষ্পরস ও কমলার রঙ
প্রিয়তম পাপ জাগরণের ভোর হয়ো
ডুবো ডুবো সন্তরণের ধারে সীমাহীন লাল
একমাত্র অনুষঙ্গ যাপনের
চোখের ফাঁক গলে আসো দুরন্ত আঙুর বাগান
সকল স্পর্শের লিপ্সায় খুলে দাও ক্ষরণ
আমি না করবো না
তোমার সাথে কীভাবে
বরং তুমি আসো তুই আয় সময়
কাল এবং কাল হয়ে আয়
ফসলিজমিতে খরা বুনে দিই
মৃত্যু আর সোনালি মড়ক বসন
পাপ তুমি সুন্দর প্রিয় রৌরব
এখানে কেউ অদীঘল নিঃশ্বাসে একাকার
আমার দীর্ঘশ্বাস দিগন্তকে পরিব্যাপ্ত করে
অমারাত্রি নিয়ে এসো
তোমাকে দেবো দীর্ঘশ্বাসের অক্ষয় পাথর
-------------------------------------------------
দুপুর ১২টা ৫৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।