১. 'ঊন বর্ষায় দুনো শীত' কথাটির অর্থ কী?
ক. যে বছর বৃষ্টি কম হয়, সেবার শীতও কম হয়
খ. যে বার বৃষ্টি বেশি হয়, সেবার শীত কম হয়
গ. যে বার বৃষ্টি বেশি হয়, সেবার শীতও বেশী হয়
ঘ. যে বার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
২. কোন ধরনের রচনায় মীর মশাররফ হোসেন বিশেষ কৃতিত্ব দেখান?
ক. কাব্য খ. উপন্যাস গ. সাহিত্য ঘ. প্রবন্ধ
৩. 'সময়ের প্রয়োজনে' কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. নিবন্ধ গ. গল্প ঘ. ছোটগল্প
৪. ১৯৭১ সালে কখন শেখ মুজিবকে 'রাজনীতির কবি' বলা হয়েছিল?
ক. ৭ মার্চ খ. ৫ এপ্রিল
গ. ১৫ আগস্ট ঘ. ১৬ ডিসেম্বর
৫. 'মৃত্তিকার মুক্তি' বলতে কী বুঝায়?
ক. মাটির কঠিন বুকে বেদনা সৃষ্টি
খ. মাটি থেকে প্রাণরস আহরণ
গ. মেঘ থেকে বারি বর্ষণ
ঘ. সুন্দরের প্রাণমূর্তি প্রতিষ্ঠা
৬. 'মহেশ' গল্পটি শরৎচন্দ্রের কোন গল্পগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
ক. হরিলক্ষ্মী খ. মেজদিদি
গ. বিরাজ বৌ ঘ. বিন্দুর ছেলে
৭. কোন্ দুটি বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটারের ভেতরে সকল হিসাব-নিকাশ করা হয়?
ক. ০ ও ১ খ. ০ ও ২ গ. ০ ও ৩ ঘ. ০ ও ৪
নিচের উদ্দীপক পড় এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নানান বরণ নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা?
৮. উদ্দীপকে 'বঙ্গবাণী' কবিতায় কোন ভাবটি ফুটে ওঠেছে?
ক. বাংলা ভাষার প্রতি অনুরাগ
খ. আরবি ভাষার প্রতি অনুরাগ
গ. ফারসি ভাষার প্রতি অনুরাগ
ঘ. সব মাতৃভাষার প্রতি অনুরাগ
৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত তারিখে শহীদ হয়েছিলেন?
ক. ২০ এপ্রিল, ১৯৭১ খ. ১০ জুন, ১৯৭১
গ. ১৯ নভেম্বর, ১৯৭১ ঘ. ১০ ডিসেম্বর, ১৯৭১
১০. 'বই পড়া' এবং 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে-
i. জ্ঞানচর্চায় ii. সাহিত্য চর্চায়
iii. আত্দার মুক্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. “Hope springs eternal in the human breast.” - এ ইংরেজি উক্তিটি কে করেছেন?
ক. উইলিয়াম শেঙ্পিয়র খ. আলেকজান্ডার পোপ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কামিনী রায়
১২. 'নীহার' অর্থ কী?
ক. তরঙ্গ খ. কর্দম গ. নীলা ঘ. তুষার
১৩. কোন যুদ্ধে হজরত মুহম্মদ (স.) এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
ক. বদর খ. ওহুদ গ. আহযাব ঘ. খয়বর
১৪. 'এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস'- কোনগুলো?
ক. ছড়া ও গান খ. রূপকথা ও উপকথা
গ. ডাক ও খনার বচন ঘ. প্রবাদ ও প্রবচন
১৫. চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে/ যেগুলো কবিতার সাথে মিল রয়েছে, তা হলো-
i. কপোতাক্ষ নদ ii. ধনধান্য পুষ্পভরা ররর. ঝর্ণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
১৬. দুরন্ত পথিকের মৃত্যু চিরজাগ্রত ও অমর কেন?
ক. প্রাণপণে এগিয়ে যাওয়ার কারণে
খ. মৃত্যুকে আলিঙ্গন করার কারণে
গ. নিজে মরে অন্যকে জাগানোর কারণে
ঘ. অপরের মার সহ্য করার কারণে
১৭. 'ঝর্ণা' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
উদ্দীপক থেকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
মাদার তেরেসা এক মহিয়সী নারী. তিনি দীর্ঘদিন মানবসেবার জন্য মিশনারিজ অব চ্যারিটি, নির্মল হৃদয়, প্রেমনিবাস, শিশুভবন প্রভৃতি সেবামূলক সংগঠন গড়ে তুলেছেন. তাই তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন. তিনি নোবেল পুরস্কার থেকে যে অর্থ পেয়েছিলেন, সেটিও নিজের জন্য ভোগ না করে মানবসেবার কাজে ব্যয় করছেন. আর তাই তো তিনি আজও মানুষের মনের কোঠায় অম্লান হয়ে আছেন.
১৮. উদ্দীপকে বর্ণিত মাদার তেরেসার কাজের চিন্তা চেতনার সাথে 'দুই মুসাফির' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. সোবহান জোয়ার্দার খ. সোলেমান মলি্লক
গ. দ্বিতীয় পথিক ঘ. লালন ফকির। [চলবে]
উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭. ক ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.ঘ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।