‘ফ্রেন্ডস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অনার’ প্রাপ্ত আইরিশ নাগরিক ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুতে দেশের মানুষের পাশাপাশি অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা গভীরভাবে শোকাহত হয়েছেন। তারা ২ নভেম্বর বাদ মাগরিব অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাস্থ বাইতুল মোকাররম মসজিদে মরহুমা নোরা শরীফের আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল করেন।
অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহি দাস সাহা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবিদ হোসেন খান তপন, হেলালউদ্দিন, হাওলাদার আনোয়ার কামাল, জসিমউদ্দিন সরকার, মোহাম্মদ শরিফুল ইসলামসহ বিপুলসংখ্যক শোকার্ত প্রবাসী বাঙালি অংশ নেন। মাহফিলে বাঙালির অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার নোরা শরীফের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব ড. মুফতি ফারুক আল মাদনী। ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সহধর্মিণী নোরা শরীফ দুরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন।
২৯ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় দক্ষিণ লন্ডনের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য বন্ধুবান্ধব, গুণগ্রাহী-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।