আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে বদলানোর চেষ্টায় বালোতেল্লি!

আর দশজন খেলোয়াড়ের মতো তিনি নন। মাঠ হোক বা মাঠের বাইরে, খ্যাপাটে কাণ্ডকীর্তিতে মারিও বালোতেল্লির জুড়ি মেলা ভার। মাঠে রেফারির দিকে তেড়ে যাওয়া, গালিগালাজ করা, প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি খিস্তি-খেউড়, টিভি ক্যামেরাম্যানদের ওপর আঘাত, আনন্দ প্রকাশ করতে গিয়ে গায়ের জার্সি খুলে ফেলা—বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে তিনি খবরে হয়েছেন বারবার। তবে এই মুহূর্তে আত্মপোলব্ধি তাঁর, ‘নিজেকে পরিবর্তন করতে হবে। ’
এমন আত্মপোলব্ধি আগেও হয়েছে এই ইতালীয় তারকার।

কিন্তু শেষ পর্যন্ত যেই কে সে-ই। তিনি নিজেকে কতদূর বদলাতে পারবেন, সেটা নিয়ে বড়সর বিতর্ক হতেই পারে। এই তো কিছু দিন আগেই কাতানিয়ার ডিফেন্ডার নিকোলাস স্পোলির সঙ্গে বর্ণবাদী বচসায় জড়িয়ে পড়েছিলেন। তবে এই ঘটনায় রেহাই পেয়ে গেছেন স্পোলি। তা নিয়েও নিজের সীমা ছাড়িয়েছেন বালোতেল্লি।

টুইটারে করেছেন তাচ্ছিল্যপূর্ণ এক মন্তব্য, ‘হাহাহা, এই দেশে তাহলে ন্যায়-বিচারও হয়!’ নিজের বাইরে কিছুতেই যেন বের হতে পারছেন না এই খ্যাপাটে তারকা।
তবে বালোতেল্লি নাকি খুব করেই চেষ্টা করে যাচ্ছেন, নিজেকে বদলানোর,‘ আমি চেষ্টা করে যাচ্ছি। অতীতের তুলনায় আমি পরিবর্তিতও হয়েছি।
কিছু দিন আগেও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন বালোতেল্লি। তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও খ্যাপাটে আচরণে কারণে বেশ ভুগতে হয় সিটিকে।

এ বছরের জানুয়ারিতে ইংল্যান্ড ছেড়ে বালোতেল্লি ফিরে আসেন নিজ দেশে। চুক্তিবদ্ধ হন এসি মিলানের সঙ্গে। এখানেও কোচের প্রধান দুঃশ্চিন্তা বালোতেল্লির আচরণ। ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, মিলান ছাড়ছেন বালোতেল্লি! তবে সেই গুঞ্জনটা উড়িয়ে দিলেন ইতালীয় ফরোয়ার্ড, ‘মিলানেই থাকছি আমি। এখান যোগ দিয়েই ক্লাবের সমর্থকদের সঙ্গে আমার হূদয় মিশে গেছে।

’ সূত্র: গোল ডটকম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.