আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস কল্যাণ তহবিল গঠিত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হার্ডওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, সদস্যদের কল্যাণার্থে এবং ভবিষ্যত নিরাপত্তার জন্য ২১ এপ্রিল বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটির ৩৩তম সভায় ‘বিসিএস কল্যাণ তহবিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ জন্য সমিতির সাধারণ সদস্য এবং কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি নিয়ে সাত সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়। কল্যাণ তহবিল প্রক্রিয়া পরিচালনায় ইতোমধ্যে তহবিলের গঠনতন্ত্র চূড়ান্ত করার পর ২৩ নভেম্বর ২০১৩ তারিখে বিসিএস সচিবালয়ে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ১ম সভায় সর্বসম্মতভাবে সমিতির সদস্য প্রতিষ্ঠান মাশনুনস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলামকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সমিতির কোষাধ্যক্ষ এবং ওরিয়েন্ট কম্পিউটারের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, দি কম্পিউটারস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রাব্বানি, গ্লোবাল ব্র্যান্ড প্রা: লি.-এর চেয়ারম্যান এ.এস.এম আবদুল ফাত্তাহ এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।
কল্যাণ তহবিলের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের মরনোত্তর এককালীন সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.