আমাদের কথা খুঁজে নিন

   

এবার ঊন্মোচিত হবে উলঙ্গ শরীর

বিপ্লবী : ভার্চ্যুয়াল পৃথিবীর এবার ঊন্মোচিত হবে উলঙ্গ শরীর সঙ্গিহীন সাধনায় স্রষ্টার সহস্র সময় মৃত্যুপথযাত্রীমুমূর্ষ কাল-রাত কিংবা দোজখের ভয়ে ‍বিমর্ষ দরদী মুখ স্রষ্টার সাথে আমিও গিয়েছিলাম বেশ্যার ঘৃহে ঘুমন্ত নগরী, স্পন্দনহীন হৃদপিন্ড, নিস্তেজ….? আবার জেগে ওঠে পৃথিবী ক্ষুদার যন্ত্রনায় রাক্ষস হয় রাতের কর্মী অথবা স্রস্টার আর্শীবাদহীন অনাহারী শিশু জগতের সমস্ত কবিতা শক্তিহীন ‍স্রষ্টার মতো কবিরাও নপুংসক; নারী ও পুরুষের কাম-সাধনার বাইরে শুধু তালি দিয়ে সুড়সুড়ি জাগাতে জানে আমি আফগানের অগণিত মানব-ভ্রণের কথা বলছি আমি জাপানের তেজস্ক্রিয় বিকিরণের কথা বলছি আমি আমার ঢাকার কথা বলছি একটি দূর্নীতিগ্রস্হ নোংরা যানযটপূর্ণ শহরের কথা বলছি বলছি পতিতা পল্লীর কথা কবি ও স্রষ্টা তোমার কবিতা এবং শক্তি নত আজ আরেক প্রভুর পদতলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.