সাভারে রানা প্লাজা ভবন তৈরির মূল প্রকৌশলী আবদুর রাজ্জাককে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজ বাসা থেকে ওই প্রকৌশলীকে আটক করা হয়। খবর বাসসের।
আটকের পরপরই ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
ভবনটির সার্বিক তত্ত্বাবধান করেন প্রকৌশলী আবদুর রাজ্জাক। গত মঙ্গলবার রানা প্লাজায় ভবনের পিলারে ফাটলের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে ভবনটি সিলগালা করার পরামর্শ দিয়েছিলেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ আবদুর রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।