আমাদের কথা খুঁজে নিন

   

পেট্রল বোমাসহ ১০ শিবিরকর্মী আটক

শুক্রবার সকালে কল্যাণপুর শহীদ মিনার রোডের ১৫ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কল্যাণপুরের ইবনে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পুলিশ ভ্যানে আগুন দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ভিডিও ফুটেজ দেখে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

ওসি সালাহ উদ্দিন বলেন, “ছয়তলা ওই ভবনটির পাঁচতলা থেকে এসময় দুটি পেট্রল বোমা, ১০টি হাতবোমা ও জামায়াত-শিবিরের সাংগঠনিক বিভিন্ন বইপুস্তকসহ প্রশিক্ষণের নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।