আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে পেট্রল বোমাসহ নারী আটক

রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের কাছ থেকে ২০টি পেট্রল বোমাসহ এক নারীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটক হওয়া ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে মালিবাগ সুপার মার্কেট-সংলগ্ন রেললাইনের পাশে এক ভাঙারি দোকানে ওই নারী এই পেট্রল বোমাগুলো নিয়ে আসেন। এসময় তাঁকে হাতেনাতে ধরা হয়।

১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধের শেষ দিন আজ সকাল সাতটার তেজগাঁওয়ের বিএসটিআই অফিসের সামনে একটি পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই অঞ্চলের দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম জানান, আগুন তবে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে।

সকাল সোয়া সাতটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে ফায়ার সার্ভিসের দুই নম্বর গেটের সমানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.