আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রাজনীতির ভবিষ্যত কি? যা হয় হবে, সবাই ললিপপ চুষেন।

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

দশ-চক্রে সামু এখন রাজনৈতিক ব্লগ, আমিও হয়ে যাই রাজনৈতিক ব্লগার। এই নির্বাচন যেমন আগুন ছড়াচ্ছে, আগে কোন কখনো এমন হয়েছে কি না জানি না। প্রতিদিন এত্ত এত্ত রাজনীতি-ময় পোস্ট দেখে দেখে আর ধরে রাখতে পারি না। তাই দুইটা কথা বলতে খুব ইচ্ছা করে। আগামী নির্বাচন কি হবে নাকি হবেনা? হলে সেটা কি সুষ্ঠ নির্বাচন হবে? সুশীল মানুষের চাওয়া একটা অবাধ-সুষ্ঠ-গ্রহণযোগ্য নির্বাচন।

এখন প্রশ্ন হল নির্বাচন সুস্থ-অসুস্থ...সরি, সুষ্ঠ-অসুষ্ঠ যেমন-ই হোক না কেন, আমাদের সামনে কিন্তু অপশন দুইটা - হয় আম্লীগ দ্বিতীয় মেয়াদে আবার ক্ষমতায় যাবে অথবা বিম্পি-জামাত দীর্ঘ সাত বছর পর আবার সরকার গঠন করবে। তো এই দুই-য়ের যেটাই হোক না কেন, দেশের জন্য কোনটাই ভালো হবে না এ ব্যাপারে সন্দেহ থাকার কথা না। সরকারের দূর্নীতির ফিরিস্তি, মামলা-বাজী, সর্বপরি রাজাকারের বিচারের অঙ্গিকার পূরণেও প্রায় ব্যর্থতা আমরা দেখেছি। আবার বর্তমানে বিম্পি'র নেতৃত্বে সহিংসতা, দিনে দুপুরে মানুষ পুড়িয়ে মারা এই সবও আমরা দেখছি। সবার মুখে মুখে এখন একটাই কথা কেউ ভালো না - কেউ ভালো ন।

তাহলে আমাদের ভবিষ্যত কি? আরেকটা ফখরুদ্দিন-মইনুদ্দিনের সরকার? হতে পারে। কিন্তু তাতে লাভটা কি হবে? মানুষ সাময়িকভাবে একটু খুশি হবে, দুই নেত্রীর জেল হবে এই তো। কিন্তু আমরা জানি এইসব অসাংবিধানিক সরকার দেশের ভালোর চেয়ে ক্ষতি-ই করে বেশি। তারা দেশের চেয়ে বরং বিদেশী প্রভুদের স্বার্থই বেশি দেখে। এ নিয়ে অনেক অনেক গভীর আলোচনা হয়েছে।

আপাতত সেদিকে না যাই। তার মানে এটাও সঠিক পথ না। এখন প্রশ্ন হল এই তিন এর বাইরে আমরা আর কোন অপশন পাই কি? উত্তরঃ আপাতত নাই। থকলেও তা আউট অব সিলেবাস। জনগণ এদের বাইরে আর কিছু চিন্তাও করতে পারে না।

এটাই আসল বাস্তবতা। তাই বলি এইসব নিয়া অত চিন্তা করার কিছু নাই, অত লিখালিখি কইরা পাতা ভইরা লাভ নাই। বইসা বইসা ললিপপ চুষেন এতদিন ধইরা তো এটাই করছেন সবাই। এখনো তাই করেন। হুদাই প্যাচাল পাইরা সময় নষ্ট কইরা লাভ নাই।

খালি খালি ফাকে ফাকে একটু নিউজ আপডেটের দিকে নজর দিয়েন। দেশ নিয়া একটু চিন্তা না করলে কি হয়??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.