ম্যান্ডেলা একবারই বাংলাদেশে এসেছিলেন। সময়টা ছিল ১৯৯৭ সালের ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী দিবসে তিনি বাংলাদেশের আমন্ত্রণে এ দেশে আসেন। একই সময়ে এসেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের রাষ্ট্রপ্রধান সুলেমান ডেমিরেলের মতো বিশ্বনেতা। ম্যান্ডেলার সঙ্গে ছিলেন তার এক মেয়ে ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে তাকে দেখতে মানুষের ঢল নেমেছিল। বাংলাদেশের মুক্তিকামী মানুষ এমন একজন মুক্তবাক মানুষকে পেয়ে আনন্দে আত্দহারা হয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।