আমাদের কথা খুঁজে নিন

   

শীতে, অন্তর্গত প্রীতিরা অঙ্কুরিত হয়



শীতে, অন্তর্গত প্রীতিরা অঙ্কুরিত হয় [শাফিক আফতাব] শীতে, অন্তর্গত প্রীতিরা অঙ্কুরিত হয় মনের গহীনে কে এক অভিসারী ফুটে ওঠে ফুলের মতোন তার সাথে কত অন্তর্গত ব্যাপার স্যাপার সংগোপণ কুয়াসায় তার সাথে ঘটে পুলকিত অন্বয়। ভাঁপা পিঠার ভাঁপ ওঠে তার শরীর থেকে যেন জলীয়বাষ্প ওদিকে আকাশে মেঘগলে বৃষ্টি নামে__প্লাবিত ফাঁটা প্রান্তর ওদিকে তার দুটো সোনালী যাদুর গুটিতেঁ হৃদয় মনোহর এদিকে শীতে, হারানো দুঃখগুলো ভেসে আসে, মজার গপ্প। ০৭.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।