আপনার অগোচর আপনার ফোন কেউ টাচ করলেই এল্যার্ম দিয়ে আপনাকে সতর্ক করে দেবা
.
সরাসরি কাজের কথায় চলে যাই ।
এটি হচ্ছে motion
and sound alarm android app.
এই অ্যাপ হল শব্দ
ও নড়াচড়া এ সংবেদনশীল। আপনি দুই ধরনের মোড
সিলেক্ট করতে পারবেন । সাউন্ড অথবা মোশন।
যদি সাউন্ড দেন তাহলে শব্দে অ্যালার্ম
বেজে উঠবে ।
আর মোশন দিলে নড়াচড়ায়
অ্যালার্ম বাজবে । আপনি উভয় সিলেক্ট
করে অ্যালার্ম দিতে পারবেন ।
এবার কেউ হাত
দিলে অ্যালার্ম বাজবে অথবা সিলেক্ট
করে দেওয়া নাম্বার এ গোপন কল
চলে যাবে সেটা আপনি ঠিক করতে পারবেন ।
আপনি পাসওয়ার্ড ও দিতে পারেন । যদি অ্যালার্ম
বাজতে থাকে তাহলে disarm এ ক্লিক করলেই
চলবে না পাসওয়ার্ড দিতে হবে।
মোবাইল যদি অফ
ও করে দেন তাও এটা চলবে । অন্য কেউ বুঝতেই
পারবে না ।
.
.
ডাউনলোডঃ এখানে ক্লিক করুন
.
.
.
ঘটনা বুঝি না !
কমেন্টে খড়া পরছে নাকি ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।