চ্যানেল আইতে ধারাবাহিক নাটক কুয়াশার ভোর। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বণে নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, নাইম, শশী, সমাপ্তি ওয়াদুদ, অপু ও মায়ের চরিত্রে মাহবুবা রেজানুর, আল মামুন প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে। গল্পে দেখা যাবে- বাবা বিছানায় সটান অবস্থায় শুয়ে আছেন।
কষ্টে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। বড় মেয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাসা থেকে চলে গেছে। মা বিছানার এককোণে বসে অঝোরে কাঁদছেন। তার কান্নায় বাতাস ভারি হয়ে যাচ্ছে। বাবার চোখও ভিজে যাচ্ছে কিন্তু কী আর করা! বাস্তবতাকে তো মেনে নিতেই হবে।
মা অাঁচলে চোখ মুছে সান্ত্বনা দিচ্ছিলেন স্বামীকে। সব ঠিক হয়ে যাবে...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।