আমাদের কথা খুঁজে নিন

   

পয়েন্ট হারালো নাপোলি, মিলান

শনিবার পয়েন্ট হারানোর জন্য বড় বাজেটের দল নাপোলি নিজেদেরই দুষতে পারে। নিজেদের মাঠে উদিনেজের বিপক্ষে দুই গোলের অগ্রগামিতা ধরে রাখতে পারেনি রাফায়েল বেনিতেসের দল। উত্তেজনাকার ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলের সমতায়।
১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে নাপোলি। সমান ম্যাচ খেলা জুভেন্টাসের পয়েন্ট ৪০।

শুক্রবার বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে ক্লাবটি।
গোলের গোরান পানদেভের উচ্ছ্বাস। মেসেডোনিয়ার ফরোয়ার্ড পানদেভ ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে নিয়েছিল নাপোলিকে। একটু পরেই গনসালো হিগুয়াইনের পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন তিনি।
গোলের গোরান পানদেভের উচ্ছ্বাস।


তবে বিরতির ঠিক আগে নাপোলির ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে উদিনেজে।
দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে সমতায় ফেলে উদিনেজে। কিন্তু পরের মিনিটেই বেলিম জেমাইলির গোলে আবার এগিয়ে যায় নাপোলি।
হাল ছাড়েনি উদিনেজে, ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে গোলমুখে জটলা থেকে গোল করে খেলায় সমতা আনেন দুশান বাস্তা।
লিভোরনোর মাঠে ২-১ গোলে পিছিয়ে থাকা মিলানকে ম্যাচের শেষ দিকে দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরান বালোতেল্লি।

ম্যাচের সাত মিনিটে মিলানকে এগিয়েও দিয়েছিলেন এই মেজাজি স্ট্রাইকার। তবে লুকা সিলিগার্দি ও পাওলিনিয়োর গোলে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকারা।
১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে মিলান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।