আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্রের মাইনাস পয়েন্ট

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

কুম্ভ রাশির জাতকরা নাকি একটু খুত খুতা হয়। কোন কিছুতেই খুত ধরা যার স্বভাব। পছন্দ হলে ভাল আর পছন্দ না হলে হয়েছে! যদিও আমি কুম্ভ রাশির তথাপিও আমি সেরকম প্রকৃতির না। খুত খুত তো নয়ই কোন কিছুতেই মানিয়ে নেয়ার চেষ্টা করি হয়তবা পারি, পক্ষে-বিপক্ষে থেকেও সম্মত হবার চেষ্টা করি। কিন্তু শিরোনামে যে বিষয়টি বলেছি “মাইনাস পয়েন্ট”, একটা দূর্বল দিকই আছে ।

যারা আমার পছন্দের মানুষ তাদেরকে আমি আমার সবকিছু দিয়ে ভালবাসি। তাদের জন্য যা করা দরকার তাই করতে পারি। কিন্তু কথা আছে যাকে কোন কারণে একবার অপছন্দ হয়েছে বা কোন কারণে তাকে ভাল লাগছেনা তাকে কিছুতেই কোনভাবে আর সহ্য করতে পারিনা। কোন ভাবেই না মানে কিছুতেই না, মানে টা এমন তাকে দেখতেও যেমন ইচ্ছে করেনা আর বাকী জীবনে কখনও তাকে পুনারায় পছন্দ সে বিষয়ে পুরা সন্দেহ। তার সাথে কথা হবে, দেখা হবে কিন্তু মনের দিক থেকে কখনও মিল হবেনা।

নিজের চরিত্রের এমন একটা দিক নিজেরই পছন্দ না । এখন পর্যন্ত ভাল না লাগার তালিকায় ৩জন স্থান পেয়েছে। যদিও একসময় তার খুবই কাছের ছিল আজ সম্পর্কের বহু দূরে। জীবনের বেশ কিছু সময় পাড়ি দিয়েছি, হয়ত আরও কিছু পথ বাকী। এই বাকী সময়ে যদি ভল না লাগার তালিকায় চলে আসে তবে ব্যপারটা নিশ্চয় ভাল লাগবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.