মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল জানান, রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-২ আসনের সাংসদ ও বিএনপি নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশ বিএনপিকর্মী সকাল সাড়ে ৭টার দিকে গাংনীতে জড়ো হয়।
তারা র্যাব, পুলিশ ও বিজিবির ব্যারিকেড ভেঙ্গে গাংনী উপজেলা শহরের ১০টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।
পরে সকাল ৯টার দিকে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অবরোধকারীরা ৩০/৩৫ টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এক পর্যায়ে তারা উপজেলা নির্বাচন অফিস, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতা মুজিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা ও ভাংচুর চালায় বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, বোমা বিস্ফোরণে কার্যালয়ের জানালা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় অফিস বন্ধ থাকায় ভেতরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি সাংসদ হোসেন আমজাদ বলেন, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন কে বা কারা হামলা ও ভাংচুর করেছে তা তিনি জানেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।