আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জ গাংনী ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ৭০ জন আহত

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই মহল্লাবাসী, গাংনীতে আওয়ামী লীগের দুই গ্রুপ এবং ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭০ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জে চার মহিলাকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জে রিকশায় ওঠাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ চার মহিলাকে আটক করেছে। আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে।

আহতদের গাংনী স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনা ঘটে গতকাল সকালে। সংঘর্ষের সময় সাতটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। উপজেলার মুকন্দপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের হুমায়ুন কবীর ও জাহাঙ্গীর মৃধার মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে হুমায়ুন কবীরের লোকজন দুপুরে ওই পুকুরে মাছ ধরতে গেলে প্রভাবশালী জাহাঙ্গীর মৃধার নেতৃত্বে অর্ধশতাধিক দাঙ্গাবাজ তাদের ওপর হামলা চালায়।

আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.